ইংরেজি C, G এবং S বর্ণের উচ্চারণের নিয়ম।

ভূমিকাঃ ইংরেজি C, G এবং S বর্ণের উচ্চারণের নিয়ম। 

 আমরা অনেকেই ইংরেজি বর্ণের C,G,S এই বর্ণগুলির উচ্চারণ কখন কেমন হবে তার উচ্চারণের নিয়ম না জানায় আমরা অনেক সময় বিভ্রান্তিতে পরে যাই। যেমন ইংরেজি "C" বর্ণের উচ্চারণ কখন "ক" এর মত হবে আর কখন "স' এর মত হবে  তা অনেকেই বুঝতে পারি না।

এ সমস্যার সমাধানের জন্য এবং উচ্চারণের নিয়ম গুলি জানানোর জন্যই এই পোস্ট। আশা করি সবাই এই পোস্টটি পড়ে এই ইংরেজি বর্ণের  উচ্চারণের নিয়ম জানার ব্যাপারে  উপকৃত হবেন।

সূচিপত্র

  • ইংরেজি "C" বর্ণের উচ্চারণের নিয়ম
  • ইংরেজি G বর্ণের উচ্চারণের নিয়ম
  • ইংরেজি S বর্ণের উচ্চারণের নিয়ম

ইংরেজি "C" বর্ণের উচ্চারণের নিয়ম

  • "C" এর পরে E,I,Y এই অক্ষরগুলি থাকলে তার উচ্চারণ "" হয়।  যেমন : Grace, cinnamon , Cyan
  • তবে Police (পুলিশ) বানানটি এই উচ্চারণের নিয়মের কিছুটা ব্যাতিক্রম, এতে শেষে E থাকলেও বাংলায় লিখার সময় "শ" হবে।
  • "C"  এর পরে  E,I,Y না থাকলে উচ্চারণ "ক" হবে।    যেমন : Cameo, Accident, Cucumber, Cone.
  • "C" এর পরে ব্যাঞ্জণ বর্ণ (Consonant) থাকলে সেক্ষেত্রে উচ্চারণ "ক" এর মত হবে। যেমন Crime,  Class, Click
  • "C"  শব্দের শেষে থাকলে উচ্চারণ "ক" এর মত হবে।  যেমনঃ Garlic, Cyrillic. 
  • "C" বর্ণটির পরে "ious" suffix বা প্রত্যয়টি যুক্ত থাকলে "C" এর উচ্চারণ "শ" এর মত হবে। যেমনঃ Conscious, Suspicious 

ইংরেজি G বর্ণের উচ্চারণের নিয়ম

  • G এর পরে E,I,Y এই বর্ণগুলি থাকলে তার উচ্চারণ সাধারণত "জ" এর মত হবে। যেমন: Agent, Margin, Gym.
  • G এর পরে E,I,Y এই তিন অক্ষর না থাকলে বা A,O,U এবং W থাকলে তার উচ্চারণ সাধারণত "গ" এর মত হবে। যেমন: Gape, Great, Gum, Goal, Gwen,
  • "G" এর পরে ব্যাঞ্জণবর্ন থাকলে "G" এর উচ্চারণ "গ" এর মত হবে। যেমনঃ Glass, Graze
  • "G" এর উচ্চারণ অনুচ্চারিত ( Silent) থাকবে যদি থাকে G+N একসাথে থাকে। উদাহরণঃ Assignment, Campaign, Consignment, Resign, Sign, Design, Align,, Foreign.
  • "G" বর্নটি যদি শব্দের শেষে থাকে তাহলে উচ্চারণ "গ" এর মত হবে। যেমনঃ Jug, Beg, Bag, Rag.
  • "G" বর্নটি যদি Double থাকে তাহলে এর উচ্চারণ "গ" এর মত হবে। যেমনঃ Trigger, Beggar, ragged .
  • নিম্নলিখিত শব্দগুলির এই উচ্চারণের নিয়ম গুলির ব্যাতিক্রম, সবগুলিতে উচ্চারণ "গ" এর মত হবে। Get, Give, Tiger, Gift, Girl, Gear, Begin, giggle, Begin

ইংরেজি S বর্ণের উচ্চারণের নিয়ম

  • "S" বর্ণটি যদি শব্দের শুরুতে থাকে তাহলে এর উচ্চারণ "স" এর মত হবে। যেমন : Sit, sun, soul.
  • তবে Sugar (শুগার) এবং Sure (শিউর) শব্দ দুটি এই উচ্চারণের নিয়মের ব্যাতিক্রম। এদের উচ্চারণ "শ" এর মত হবে।

  • "S" এর সাথে "H" থাকলে উচ্চারণ "শ" এর মত হবে। যেমন: Shunt, shine, Shoe

  • "S" বর্ণটির পরে -ion, -ure, -ual Suffix প্রত্যয়গুলি থাকলে উচ্চারণ "শ" এর মত হবে। যেমনঃ
  • -ion - Compulsion, Expulsion, Passion.
  • -ure- Censure, Pressure
  • -ual- Sensual, Consensual
  • শব্দের শেষে "S" বর্ণটি থাকলে উচ্চারণ "স" এর মত হবে। উদাহরণঃ Gas, brass, pas
  • শব্দের শেষে "SM" বর্ণ দুটি থাকলে উচ্চারণ "য" এর মত হবে। উদাহরণঃ Activism, Baptism, Humanism.
  • ইংরেজি শব্দের বাংলা বানানে বা উচ্চারণে "ষ" এর ব্যাবহার নেই।
  • কিছু শব্দে "S" বর্ণটি অনুচ্চারিত ( Silent) থাকে, এগুলো হলোঃ island, Aisle, isle, islet, Chassis, Apropos, Chamois, Debris, Illinois, Corps, Rendezvous, Faux Pas

শেষ কথাঃ ইংরেজি C, G এবং S বর্ণের উচ্চারণের নিয়ম

আমাদের আজকের পোস্টের আলোচ্য সুচি ছিল ইংরেজি C, G এবং S বর্ণের উচ্চারণের নিয়ম। আশা করি আমাদের আজকের পোস্ট পড়ে এ বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। পোস্টটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট সেকশনে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪