ট্রেজারি চালান কি। ট্রেজারি চালান কিভাবে করতে হয়
ট্রেজারি চালান কিঃ
ট্রেজারি চালান কিভাবে করতে হয়ঃ
ট্রেজারি চালান ফরম সংগ্রহ করা হলে তা নির্ভুল ভাবে পূরন করতে হবে। তার জন্য এই প্যারাগ্রাফ বা অনুচ্ছেদে বর্ণিত ধাপগুলি অনুসরন করতে হবে। এই অংশে পুরো
-
বর্তমান আর্টিকেলে সংযুক্ত ছবির দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাব যে, ট্রেজারি চালান ফরম এর সবার উপরে ডান কোনে ১ম(মূল) কপি, ২য় কপি এবং ৩য় কপি লিখা ৩টি ঘর আছে। সবার আগে তিনটি ফরমের এই ঘরগুলিতে যথাক্রমে উপরের ফরমে ১ম(মূল) কপির ঘরে টিক চিহ্ন, এবং অন্যগুলিতে ২য় এবং ৩য় ঘরে টিক চিহ্ন দিতে হবে।
-
চালান নংঃ
ট্রেজারি চালান ফরম এ এর ঠিক নিচেই রয়েছে "চালান নং" নামক ঘর। এই ঘরটি ব্যাংক কর্তৃপক্ষ পুরন করবেন।
-
তারিখঃ ট্রেজারি চালান ফরম এ "চালান নং" নামক ঘর এর ঠিক পাশেই রয়েছে তারিখ এর ঘর, এই ঘরে যেদিন ট্রেজারি চালান করবেন সেই দিনের তারিখ বসাতে হবে।
-
ব্যাংকের নামঃ
ট্রেজারি চালান ফরম এর পরের ঘরে যে ব্যাংকের নামের উপর টিক চিহ্ন দিতে হবে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক নাকি সোনালি ব্যাংক তা নির্দেশ করতে হবে। তার পাশে ব্যাংকটি যে জেলায় অবস্থিত সে জেলার নাম এবং সংশ্লিষ্ট শাখার নাম উল্লেখ করতে হবে।
-
কোডঃ ট্রেজারি চালান ফরম এ এর পরের ঘরটি সর্ব্বোচ্চ গুরুত্বপুর্ণ । এটি হচ্ছে ট্রেজারি চালান এর কোডের ঘর। এটি একটি ১৩ অংকের সংখ্যা বা কোড ,যা নির্দেশ করে সরকারে্র কোন বিভাগে এই ট্রেজারি চালান এর টাকা জমা করা হচ্ছে । এটি ট্রেজারি চালান কোড নামে পরিচিত। এই ঘরে কোন ভুল করা চলবে না। কারন ভুল ট্রেজারি চালান কোড ব্যাবহার করে ভুল জায়গায় টাকা জমা হলে সেই টাকা ফেরত পাবার কোন উপায় নেই। এই ট্রেজারি চালান কোড টাকা গ্রহণকারি সংশ্লিষ্ট বিভাগ থেকে বা প্রকাশিত বিজ্ঞপ্তি হতে জেনে নিতে হবে এবং ট্রেজারি চালান ফরম এ নির্ভুল ভাবে পূরন করতে হবে।
বক্স বা ছক আকৃতির ঘরঃ
- যাহার মারফত প্রদত্ত হইল তার নাম ও ঠিকানাঃ আপনি নিজে স্বশরীরে যদি ট্রেজারি চালান জমা দিতে ব্যাংকে যান তবে এই ঘরে লিখবেন "নিজ" সাথে মোবাইল নং। আর যদি অন্য কেউ আপনার পক্ষে ট্রেজারি চালান জমা করতে যায় তবে সেই ব্যাক্তির নাম সহ পূর্নাংগ নাম ঠিকানা এবং মোবাইল নং এই ঘরে দিতে হবে।
-
যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাহার নাম, পদবী ও ঠিকানাঃ এই অংশের নিচের খালি ঘরে আপনার নিজের নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম-পরিচয় ইত্যাদি দিতে হবে। কিভাবে লিখবেন তার সহজ একটি নমুনা নিচে দেওয়া হল । নমুনাটি অনুসরণ করে সঠিক তথ্য দ্বারা ফাঁকা ঘরটি পূরণ করতে হবে।নাম :পদবী (যদি থাকে) :ঠিকানা :বাড়ি নং : মহল্লা :ডাকঘর : জেলা :মোবাইল নম্বর :
-
কি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণঃ এই ঘরে আপনাকে উল্লেখ করতে হবে কি জন্য আপনি ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিতে চাচ্ছেন বা আপনার টাকা জমা দানের উদ্দেশ্য। উদাহরণ স্বরুপ, আপনি যদি নিয়োগ পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে চান, তাহলে এই ঘরে লিখবেন," নিয়োগ পরীক্ষার ফি বাবদ"।
-
মুদ্রা ও নোটের বিবরণ/ড্রাফট,পে-অর্ডার ও চেকের বিবরণঃ এখানে আপনি কি মুদ্রা ব্যাবহার করে ট্রেজারি চালান করতে চাচ্ছেন তা উল্লেখ করতে হবে। যদি সরাসরি বাংলাদেশি টাকা ব্যাবহার করে ট্রেজারি চালান জমা দেন তাহলে লিখুন "নগদ"। আর যদি ভিন্ন কোন বৈদেশিক মুদ্রা ব্যাবহার করে থাকেন তবে উল্লেখ করুন নগদ এবং মুদ্রার নাম। যদি নগদ মুদ্রা ব্যাতিত অন্য কোন মাধ্যম যেমন, চেক,ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার ব্যাবহার করে ট্রেজারি চালান করে থাকেন তবে তার বিস্তারিত বিবরণ যেমন চেক বা ড্রাফট নং, ইস্যুকারি ব্যাংকের নাম, জেলা ও শাখার নাম, তারিখ ইত্যাদি উল্লেখ করুন।
-
টাকার অংকঃ ৫ নং ঘরটি হচ্ছে টাকার অংকের ঘর। ট্রেজারি চালান এর এই ঘরে আপনি যত টাকার ট্রেজারি চালান করেছেন তার পরিমান সংখ্যায় লিখে উল্লেখ করুন। এই ঘরের ঠিক নিচে পাবেন মোট টাকার ঘর। ট্রেজারি চালান এ একাধিক কারনে টাকা জমা হলে বা একাধিক চেক বা ড্রাফট ব্যাবহার হলে সবগুলির মোট টাকার পরিমাণ বা সমষ্টি এই ঘরে দিন।
-
বিভাগের নাম এবং চালানের পৃষ্ঠাংকনকারী কর্মকর্তার নাম, পদবী ও দপ্তরঃ এই ঘরে আপনাকে লিখতে হবে আপনি যে প্রতিষ্ঠান বা ব্যাক্তির নামে বা বরাবরে ট্রেজারি চালান ফরমে টাকা জমা দিচ্ছেন সেই প্রতিষ্ঠান বা ব্যাক্তির নাম, এর পর পদবী (যদি থাকে) ,তারপর উক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির সম্পূর্ণ ঠিকানা। যদি আপনি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ট্রেজারি চালান জমা দিতে ইচ্ছুক হোন তাহলে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখুন সেখানেই উল্লেখ করা রয়েছে কিভাবে আপনি এই অংশ পূরণ করবেন বা এই অংশে কি লিখবেন।
-
টাকা (কথায়)ঃ এই ঘরটিতে আপনি মোট যত টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে ইচ্ছুক সেই টাকার পরিমাণ কথায় লিখতে হবে। উদাহরণ স্বরুপ, আপনি যদি ১০০ টাকা ট্রেজারি চালান এর মাধ্যমে জমা দেন তাহলে এভাবে লিখবেন, " টাকা একশত মাত্র"।
-
তারিখঃ টাকা (কথায়) এই ঘরের নিচে একটি তারিখের ঘর রয়েছে। এখানে ট্রেজারি চালান জমা দেয়ার তারিখ দিতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url