বৈঠক শেষে দোয়া - ইসলামিক বক্তব্য শুরুর দোয়া
এছাড়াও বৈঠকের মাঝের দোয়া ও বৈঠক শেষে দোয়া এবং তালিম শেষে দোয়া নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি মজলিস শুরুর দোয়া ও মজলিস শেষের দোয়া নিয়েও জানতে পারবেন। যারা বৈঠক শেষে দোয়া ও ইসলামিক বক্তব্য শুরুর দোয়া সহ অন্যান্য বিষয়ে জানতে চান তাদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ। তো চলুন বৈঠক শেষে দোয়া ও ইসলামিক বক্তব্য শুরুর দোয়া সহ অন্যান্য বিষয় সম্পর্কিত পোস্টটি শুরু করি।
সূচিপত্র: বৈঠক শেষে দোয়া - ইসলামিক বক্তব্য শুরুর দোয়া
- বৈঠক শুরুর দোয়া - বৈঠকের মাঝের দোয়া - বৈঠক শেষে দোয়া
- ইসলামিক বক্তব্য শুরুর দোয়া
- মজলিস শুরুর দোয়া
- তালিম শেষে দোয়া - মজলিস শেষের দোয়া
- শেষকথা
বৈঠক শুরুর দোয়া - বৈঠকের মাঝের দোয়া - বৈঠক শেষে দোয়া
নামাজে বৈঠকে বসে কিছু আদব রয়েছে। মূলত আমরা যখন বৈঠকে যায় তখন বৈঠক শুরুর দোয়া ও বৈঠকের মাঝের দোয়া এবং বৈঠক শেষে দোয়া রয়েছে। অনেকে বৈঠক শেষে দোয়া বা বৈঠকের মাঝের দোয়া গুলো জানেন না। কিন্তু একজন মুসলিম হিসেবে বৈঠক শেষে দোয়া সহ অন্যান্য দোয়া গুলো আমাদের জানা থাকা দরকার। তো যারা বৈঠক শেষে দোয়া গুলো জানেন না তারা এই পাঠ থেকে বৈঠক শুরুর দোয়া ও বৈঠক শেষে দোয়া জেনে নিতে পারবেন। চলুন জেনে নিই বৈঠক শেষে দোয়া সহ অন্যান্য দোয়া গুলো।
প্রতিটি নামাজে ২ রাজাত পর পর বৈঠকে বসতে হয়। একে বলে তাশাহুদ। তাশাহুদ এর দোয়াটি হলো-
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، وَالْأَرْضِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণ: আত্তাহিইয়্যাতু লিল্লাহি ওয়াছ ছালাওয়া-তু ওয়াত ত্বাইয়্যিবা-তু, আসসালা-মু আলাইকা আইয়্যুহান নাবিইয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা-তুহু,আসসালা-মু আলাইনা ওয়া আলা ইবা-দিল্লা-হিছ ছা-লিহীন, আশহাদু আল্লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থ: ‘সমস্ত মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ব্যতিত আর কোনো মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।
আরো পড়ুনঃ নাকের ভিতর ফোড়া হলে করনীয় - নাকের ভিতর ঘা হলে করনীয়
এছাড়া নামাজের বৈঠক শেষে যে দোয়াটি রয়েছে তা হলো-
উচ্চারণ: ‘সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।’
অর্থ: হে আল্লাহ, আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।
উপকার: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বৈঠক শেষে যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ বৈঠকে করা তার ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করবেন। (তিরমিজি, হাদিস : ৩৪৩৩)
ইসলামিক বক্তব্য শুরুর দোয়া
কেই যখন ইসলামিক বক্তব্য দেন তখন এর আগে কিছু নিয়ম কানুন রয়েছে। তার মধ্যে একটি হলো ইসলামিক বক্তব্য শুরুর দোয়া। কেউ যখন বক্তব্য দেয় তখন ইসলামিক বক্তব্য শুরুর দোয়াটি পাঠ করতে হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা ইসলামিক বক্তব্য শুরুর দোয়া সম্পর্কে জানেন না। এই পাঠে আমরা ইসলামিক বক্তব্য শুরুর দোয়া সম্পর্কে অবগত হবো। তো আপনি যদি ইসলামিক বক্তব্য শুরুর দোয়া না জেনে থাকেন তাহলে এই পাঠটি আপনার জন্য। চলুন জেনে নিই ইসলামিক বক্তব্য শুরুর দোয়া গুলো।
মজলিস শুরুর দোয়া
আরো পড়ুনঃ গ্রামীণফোন কল লিস্ট দেখার নিয়ম
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url